Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে স্মার্ট কার্ড বিতরণ শুরু

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। গতকাল শুক্রবার সকালে পৌরসভা হলরুমে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে পৌর মেয়র আব্দুল জলিলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ লাখ ২০ হাজার ১৪৫ জন ভোটারের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে ২ লাখ ৬ হাজার ৩৩৮জনকে। এই কার্যক্রম চলবে ২৩মার্চ ২০১৮ সাল পর্যন্ত। স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা স্মার্ট কার্ড গ্রহণ করতে ব্যর্থ হবেন তারা পরবর্তী সময়ে জেলা কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে তাদের স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, কুড়িগ্রাম পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে এই কার্যক্রম চলমান থাকবে। এরমধ্যে ১ ও ২ ডিসেম্বর পৌর এলাকার ১নং ওয়ার্ড, ৩ ও ৪ ডিসেম্বর ২নং ওয়ার্ড, ৫ ও ৬ ডিসেম্বর ৩নং ওয়ার্ড, ৭, ৯ ও ১০ ডিসেম্বর ৪নং ওয়ার্ড, ১১ ও ১২ ডিসেম্বর ৫নং ওয়ার্ড, ১৩ ও ১৪ ডিসেম্বর ৬নং ওয়ার্ড, ১৭ ও ১৮ ডিসেম্বর ৭নং ওয়ার্ড, ১৯ ও ২০ ডিসেম্বর ৮নং ওয়ার্ড এবং ২১ ও ২৩ ডিসেম্বর ৯নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ