Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন চট্টগ্রাম, রাজশাহী, ল²ীপুর , মাগুরা জেলা, টাঙ্গাইল, গৌরীপুর (ময়মনসিংহ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিভিন্ন স্থানে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। আমাদের সংবাদদাতদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রির্পোট :
চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল (শুক্রবার) নগরীর কাজীর দেউরী থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানগর যুবদলের সহ-সভাপতি শাহজাহান কবীর শাহীনের সভাপতিত্বে ও নূর আহমেদ গুড্ডুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান মাসুম, মিয়া হারুন, নুর হোসেন নুরু, মোঃ হেলাল, এম এইচ আজাদ, মোঃ সাইফুল, দীপংকর ভট্টাচার্য, আসাদুজামান রুবেল, শওকত খান রাজু প্রমুখ। বক্তাগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে অবৈধ সরকার তার ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু জাতীয়তাবাদী যুবদল অবৈধ সরকারের সকল নীলনকশা প্রতিহত করতে সদা প্রস্তুত।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল গতকাল পুলিশের বাধায় পন্ড হয়েছে। সকালে সিটি কলেজ এলাকা থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল নগরীর মনিচত্তর এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর নগরীর মালোপাড়া বি.এন.পি’র প্রধান কার্যালয় থেকে যুবদল মিছিল বের করতে চাইলে পুলিশী বাধার মুখে তা আর করতে পারেনি। পরে বিএনপি’র কার্যালয় সংলগ্ন সড়কে সমাবেশ করে। রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
আরো বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। সমাবেশে যুবদল নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নির্বাচনকালীন সহায়ক সরকার গঠনের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান।
ল²ীপুর সংবাদদাতা জানান, ল²ীপুরে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করছে জেলা যুবদলের নেতাকর্মীরা । গতকাল শুক্রবার সকালে তিতাখাঁ মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা । পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উত্তর তেমুহানী চত্বর এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভূলু ও যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ ও ছাত্রদল নেতা কাজী সামছুর রহমান সবুজ প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা সংবাদদাতা জানান, মাগুরা জেলা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার সকালে শহীদ মিন্টু রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কুতুব উদ্দিন রানার সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী। জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন, সদর থানা বি এনপির যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপি নেতা এম এ আহম্মদ সেলিম, যুবনেতা আলী হোসেন, সাবির হোসেন, আনিসুর রহমান, রবিউল ইসলাম রবি প্রমুখ বক্তব্য রাখেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলে পুলিশি বাধায় পূর্ব নির্ধারিত মিছিল ও সমাবেশ করতে পারেনি জেলা যুবদল। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শুক্রবার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তা পন্ড করে দেয়।
বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদল নেতাকর্মীরা শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে পূর্ণাঙ্গ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়ে মিছিল বন্ধ করে দেয়। পরে কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলীসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, বেগম জিয়াকে গ্রেপ্তার করা হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। আগামীতে সরকার বিরোধী আন্দোলন টাঙ্গাইল থেকেই শুরু করা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।
গৌরীপুর উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের উদ্যোগে ১ ডিসেম্বর শুক্রবার বিকালে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক শামছুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় গৌরীপুর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম,ওয়াইজুল হক বিপ্লব, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুস ছাত্তার ,মোঃ সোহেল রানা মেম্বার, ইলিয়াস উদ্দিন, আলীম মেম্বার,মাসুদ মেম্বার, সাহেব আলী, ডা.শাহজাহান, হুমায়ুন কবির, সিটি মাসুদ, মোজ্জাম্মেল হক রাসেল , রুকনুজ্জামান মোঃ সেলিম,আশারাফুল,নজরুল, হাজি মহসিন, মজিবুর, মাহাবুব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ