বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর দারুস সালামের গৌদারটেক এলাকায় স্থানীয় কমিশনার আবু তাহেরের ছোড়া গুলিতে পরিবহন ব্যবসায়ী শাহজাহান (৪০) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বর্তমানে শ্যামলীর ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। দারুস সালাম থানার ওসি(তদন্ত) ফারুকুল আলম জানান, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার দিনগত রাতে স্থানীয় কমিশনার আবু তাহেরের ছোড়া গুলিতে পরিবহন ব্যবসায়ী শাহজাহান আহত হন। তার ডান পায়ে তিনটি গুলি লেগেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ শাহজাহানের ভাই শামীম বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামি ধরতে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কি কারনে এ ধরনের ঘটনা ঘটেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।