Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত বাংলাদেশের মিলন মেলা

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : প্রতিবছরের ন্যায় এবারেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোচল ও হরিপুর চাপসা সীমান্তে গতকাল (শুক্রবার) ভারত ও বাংলাদেশের ৪কিলোমিটার এলাকা জুড়ে মানুষের মিলন মেলায় পরিণত হয়। প্রতি বছর পাথর কালীর মেলা উপলক্ষে ভারত-বাংলাদেশের মিলন মেলা বিজিবি ও বিএসএফের সম্মতিতে পাসপোর্ট ভিসা ছাড়াই এই সাক্ষাতের সুযোগের সৃষ্টি হয়। কাঁটাতারের বেড়া তাদের আলাদা করে রাখলেও আবেগ পৌছে যায় দেশকালের সীমানা ডিঙ্গেয়ে কথা হয় ভারত বাংলাদেশের আতœীয় স্বজনদের সাথে। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে চোখে আনন্দ যেন বাঁধা মানছিল না। অনেক দিন দেখা না হলেও আজ রক্তের টান ঠিকই তাদের হাজির করেছে দু-দেশের সীমান্তে কাঁটাতারের পারে।
বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর এবং ভারতে কোচবিহার, আসাম, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল, অটোরিক্সা, মাইক্রোবাস, মিনিবাস যোগে মেলা স্থলে হাজির হয়। এরপর চলে প্রতিক্ষার প্রহর। শুক্রবার বিজিবি ও বিএসএফের সম্মতিতে সকাল সাড়ে ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ মিলন মেলা। সীমান্ত এলাকার স্থানীয়রা জানান, ভোর থেকে দুই দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসে জড়ো হয় সীমান্তে, দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা একে অপরের সঙ্গে মিলিত হবার এ সুযোগ হাত ছাড়া করতে চায় না কেউ। প্রতি বছর সু-দেশের স্বজনদের এ মিলন মেলা এখানে এক বিরল দৃশ্যের জন্ম দেয়। লাখো মানুষে কথা বলছে এই দিনে তাদের প্রিয়জনদের সাথে। দু-দেশের সীমানা রেখা কাঁটাতার দিয়ে আলাদা করা হলেও, আলাদা করা যায়নি তাদের ভালবাসার টান। দীর্ঘদিন পর দেখা হওয়ায় অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে। আবার কেউ প্রিয়জনদের দেখা না পেয়ে চোখে পানি নিয়ে বাড়ী ফিরে যায়।
দু-দেশের বিভিন্ন স্থানে থাকা সাধারণ মানুষ টাকা পয়সার অভাবে পাসপোর্ট ভিসা করতে পারে না, তারা এই দিনটির অপেক্ষায় থাকে। তারা সারা বছর অপেক্ষা করে এই দিনটির জন্য। মোবাইল ফোনের মাধ্যমে আগে থেকেই জানিয়ে দেয় স্বজনরা। কে কোথায় দেখা করবে। ভারতীয় অধিবাসীরা কাঁটাতারের পাশে এলে সেখানে বাংলাদেশেরও লাখো মানুষ নারী পুরুষ সমবেত হয়। জামাই বেটি ভারতীয় সীমান্তে ও শ^াশুড়ী বাংলাদেশ সীমান্তে নাতী নাতনী সবাই সবার সাথে আবেগ কান্নাজড়িত কন্ঠে কথা বলেছে। জামাই ও মেয়ের দেখা একে অপরকে জড়িয়ে ধরার ইচ্ছা থাকলেও পারেনি। বাঁধা হয়ে দাঁড়িয়েছে মাঝখানে কাঁটাতারের বেড়া। ইচ্ছে হচ্ছিল একটু ছুঁয়ে দেখার কিন্ত ছুইতে পারেনি। জড়িয়ে একটু চিৎকার করে কান্না করি তবে হয়তো দীর্ঘদিনের জমে থাকা কষ্টগুলো থেকে একটু রেহাই পেতাম বলছিলেন ভারতের মাকড় হাটে থাকা ছোট বোন সেফালি। ছোটবোন সেফালিকে দেখতে আসা রাণীশংকৈল থেকে শামীম রেজা।
পাথর কালীর সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল জানান, প্রতিবারের ন্যায় এবারেও দু-বাংলার মিলন মেলা পালিত হয়েছে। ১৯৭৪ সালের পর উপজেলার সীমান্ত এলাকা পাক-ভারত বিভক্তির আগে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে ছিল । এ কারণে দেশ বিভক্তির হওয়ার পর আতœীয় স্বজনেরা দু-দেশে বিভক্ত হয়ে পরে। তাই সারা বছর কেউ কারো সাথে দেখা সাক্ষাৎ করতে পারে না। তারা অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, শৃংখলা রক্ষার জন্য আইন শৃংখলা বাহিনী সেখানে দায়িত্ব পালন করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ