Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরের নিখোঁজ ফাদার সিলেট থেকে উদ্ধার

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের জোনাইল মিশনের নিখোঁজ ফাদার উইলিয়াম ওয়াল্টার রোজারিও কে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় তাকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কেন্দ্রীয় বাস টামির্ণাল এলাকা থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ ফাদার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বর্নি চার্চের সহকারি পাল পুরোহিত ও সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, উদ্ধার অভিযানে থাকা নাটোর জেলা পুলিশের একটি দল সিলেট পুলিশের সহায়তায় তাকে শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে উদ্ধার করে। ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে তাকে নেয়ার জন্য বিকেলেই জেলা পুলিশ সিলেট থেকে রওনা হয়েছে। সেখান থেকে পরে তাকে নাটোর নেয়া হবে। আর উইলিয়াম ওয়ালটার রোজারিওকে নাটোরে আনার পর বিস্তারিত যানা যাবে বলে জানান তিনি। গত সোমবার বনপাড়া মিশন মার্কেটে বড় ভাই প্রেমেল রোজারিওর সাথে দেখা করে বিকাল ৫টার দিকে মোটরসাইকেলে জোনাইল ধর্ম পল্লীর উদ্যেশ্যে রওনা দেয়ার নিখোঁজ হন ফাদার উইলিয়াম। কোথাও সন্ধান না পেয়ে মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানায় জিডি করেন জোনাইল বর্নি চার্চের প্রধান পাল পুরোহিত সুব্রত পিউরিফিকেশন। ৫ দিনের মাথায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ