Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারমাণবিক যুগে প্রবেশের মাধ্যমে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে : ত্রাণমন্ত্রী

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুতের ২৭.৬৩ কিলোমিটার নতুন লাইন উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ২ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পেলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি স্ইুচ টিপে এ লাইনের উদ্বোধন করেন। নিজ নির্বাচনী এলাকা মোহনপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহের। মায়া চৌধুরী বলেন, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশের মাধ্যমে সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। এর জন্য নিরবচ্ছিন্ন সরকার প্রয়োজন।
বক্তব্য রখেন মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, দক্ষিণ উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এএইচএম গিয়াস, ইউএনও শহিদুল ইসলাম, শারমিন আক্তার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ