Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে ডুবোচরে ৩২টি যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়েছে দুইটি ফেরী

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১০:৩২ পিএম

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটের মেঘনা নদীর মতিরহাট এলাকায় ডুবোচরে ৩২টি যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে কলমীলতা ও কনকচাপা নামে দুইটি ফেরী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুইটি ফেরী ডুবোচরে আটকা পড়ে। এর আগে বিকেলে ভোলা থেকে মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে দুইটি ফেরী। এ নৌ-রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা প্রায়ই এ সমস্যার মধ্যে পড়তে হয়। বারবার ড্রেজিংয়ের আশ্বাস দিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন, চালক ও যাত্রীরা। ল²ীপুর মজুচৌধুরীরহাট লঞ্চঘাটের বিআইডাবিøউটিসি সহকারী পরিচালক মো. শিহাব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ভোলা ইলিশা ফেরীঘাট থেকে মজুচৌধুরীরঘাটের উদ্দেশ্য দুইটি ফেরী ছেড়ে আসে। নদীর মূল চ্যানেলে আটকা পড়েছে দুইটি ফেরী। ইতিমধ্যে জোয়ার-ভাটার দিকে তাকিয়ে ফেরী ও লঞ্চ ছাড়তে হয়। রাতে জোয়ার আসলে নদীতে পানি বাড়লে ফেরী চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ