প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: লোকগান দারুণ গাইতে পারেন সংগীতশিল্পী ঐশী। বিভিন্ন কনসার্টেও তিনি লোকগান তুলনামূলক বেশি গান। শ্রোতারাও তার কণ্ঠে বেশি পছন্দ করেন লোকগান। ঐশীর ভক্তদের জন্য সুখবর হলো, স¤প্রতি ঐশী নতুন লোকগানে কণ্ঠ দিয়েছেন। গানের প্রথম লাইনগুলো হলো, কৃষ্ণ পক্ষ কালো পক্ষ, কোন পক্ষতে মধু আছে গো, ও কালো ভ্রমর জানে মধুর মর্ম সইগো, ভ্রমর জানে মধুর মর্ম সইগো। গানটির সংগীতায়োজন করেছেন শাকের রেজা। গানটির রেকর্ডিং ভালো হয়েছে বলে জানান ঐশী। ঐশী বলেন, ফোক গান কাভার করতে সব সময় আমার ভালো লাগে। ডিজে রাহাত ফোক গান নিয়ে একটা দারুণ প্রকল্প করেছে। প্রকল্পের নাম গ্যারেজ। মূলত এই প্রকল্পে আমার লোক গানটি রেকর্ড করা হয়েছে। আমি ছাড়া আরো ১৪ জন সংগীতশিল্পীর এই প্রকল্পে গান গাওয়ার কথা রয়েছে। গান রেকর্ডের সময় স্টুডিওতে ঐশীর একটি ভিডিও করা হয়েছে। ভিডিওটি করেছেন তানভীর খান। ঐশী বলেন, গানের ভিডিও দারুণ হয়েছে। আমার সঙ্গে ভিডিওতে আছেন রকস্টার শুভ ভাইয়া। তিনি গিটার বাজিয়েছেন। এটা আমার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম হবে। এটাই আশা করছি। গানের ভিডিওটি কিছুদিনের মধ্যে ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানান ঐশী। উল্লেখ্য, ২০১৫ সালে ভালোবাসা দিবসে ঐশী এক্সপ্রেস নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন ঐশী। প্রথম অ্যালবামে ভালো সাড়া পান তিনি। গত বছর তাঁর প্রকাশিত মায়া অ্যালবামটিও প্রশংসিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।