Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ধারাবাহিক সুখী মরীরগঞ্জ

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: গ্রামের নাম মীরগঞ্জ। সেই গ্রামের প্রায় সব মানুষ সুখী। তারা প্রত্যেকে চেষ্টা করেন একজন অন্যজনের সমস্যা সমাধানের জন্য। কিন্তু এই সমস্যা মেটাতে গেলেও টুকটাক সমস্যা লেগেই থাকে। সবমিলিয়ে সবাই সুখী থাকার চেষ্টা করে। এইসব সুখী মানুষদের দেখা মিলবে ‘সুখী মীরগঞ্জ’ নামের একটি ধারাবাহিকে। ইতোমধ্যে নাটকটির ৫২ পর্বের শূটিং শেষ হয়েছে। রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার। এতে অভিনয় করেছেন শামীমা তুষ্টি, শাহেদ আলী, জিয়াউল হাসান কিসলু, শ্যামল মাওলা, সুষমা সরকার, মৌসুমি হামিদ, কাজল, মুকুল সিরাজ, আফরান নিশো প্রমুখ। তুষ্টি বলেন, এই নাটকে দেখা যাবে আমি একটি পরিবারের অনেক আদরের বোন, কিন্তু আমার ভাইয়েরা খুব কৃপণ। তিনি বলেন, নাটকে আলাদা করে কোনো নায়ক-নায়িকা নেই। পুরো নাটকটি গল্প প্রধান। এখানে কোনো গৎবাঁধা কমেডি নেই। কিন্তু দর্শক বিনোদিত হবেন। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির যে কোনো বেসরকারি চ্যানেলে প্রচার শুরু হবে নাটকটির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ