প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শিল্পী জাহাঙ্গীর আলমের পিঞ্জরমুক্ত শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে শিল্পী জাহাঙ্গীর আলমের প্রায় ৫০ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চারুকলার অধ্যাপক নিসার হোসেন। সন্মানিত অতিথি হিসেবে ছিলেন ডেইলি স্টার-এর সম্পাদক এবং প্রকাশক মাহফুজ আনাম। কিউরেটর হিসাবে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল আর্ট বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ড. মলয় বলা। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রæনো প্লাস অতিথিদের স্বাগত জানাবেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জাহাঙ্গীর আলমের চিত্রকর্মে প্রকৃতির প্রফুল্ল সৌন্দর্য আর তার সদাবৈচিত্রময় সত্ত¡াকে সূ² আঁচড়ে তুলে ধরা হয়েছে। সূর্যকিরণ যেমন ফুটন্ত কলিতে মাখামাখি, এই চিত্রশিল্পগুলি তেমনি এক নিগূঢ় প্রতীকী অন্তরঙ্গতা বহন করে, যেন অমরতার আকাক্সক্ষায় পূত আবাহন। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।