Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় মিলাদুন্নবী (সা:) উদযাপিত

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়াস্থ কাদেরিয়া খানকা শরিফে প্রতি বছরের মতো এ বছরও দরবারে আলীয় কাদেরিয়া শাহ মুর্শেদিয়া ট্রাস্টের উদ্যেগে গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়। এ উপলক্ষে সকাল ৯টায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নবীপ্রেমিক আশেকানদের অংশগ্রহণে কাদেরিয়া খানকা শরিফ প্রাঙ্গনে খতমে কুরআন ও মজমুওয়ায়ে সালাতে রাসূল আদায় করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা সৈয়দ ইকবাল আহমদ আল কাদেরী। মাহফিলে উলামায়ে কেরামগণ বলেন, বিশেষত সর্বশ্রেষ্ট নেয়ামত হিসেবে আল্লাহ তায়ালার প্রিয় হাবিব মুহাম্মদ (সা:)-কে সৃজন করে ধন্য করেছেন সমগ্র সৃষ্টি জগতকে। অসংখ্য দরূদ-সালম প্রিয় নবীজির শানে। যার সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন, ‘আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না (আল হাদিস)। আমি আপনাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। হে মাহবুব আপনি বলুন, আল্লার রহমত ও করুণা প্রাপ্তির কারণে বান্দারা যেন খুশি উৎযাপন করে। এটা তাদের সকল সঞ্চিত এবাদত হতেও উত্তম।’ তাই রবিউল আউয়াল মাসে নবীজির সম্মানে জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) পালন করলে অবশ্যই আমরা আল্লাহর অনুগ্রহ ও নেয়ামতপ্রাপ্ত হবো। মাহফিলের স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি আলহাজ আবু তাহের কোম্পানি। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দীন খতিবিসহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ। মাহফিল পরিচালনা করেন মীর খলিল কলেজের প্রভাষক মাওলানা সৈয়্যদ ফরমান উল্লাহ। মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনার দোয়া ও মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ