রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আফাজ উদ্দিন আলতু নামক প্রতিবন্ধী ও ভিক্ষুকের স্ত্রী নাসিমা আক্তার (৩২) গত ২৪ নভেম্বর শুক্রবার নান্দাইল ও ময়মনসিংহ জেলা শহরের কর্মরত সাংবাদিকদের কাছে শেরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানকে দায়ী করে যৌন-হয়রানির অভিযোগ করে। পরবর্তীতে অভিযোগটি স্থানীয় আজকের খবর ও দৈনিক জনতার কণ্ঠস্বরসহ বেশ কয়েকটি পত্রিকায় বিষয়টি প্রকাশ হলে গত ২৬ নভেম্বর নাসিমা অভিযোগটি শেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভ‚ঁইয়াসহ আরো তিনজনের চাপের মুখে বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মামলা করার জন্য নাসিমাকে রাজি করার অভিযোগ এনে সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় জিডি করে, যার নম্বর-১০৪৪।
সাবেক চেয়ারম্যান নাসিমার জিডির প্রতিবাদে বর্তমান চেয়ারম্যান নাসিমাকে চাপ প্রয়োগ করে সত্যকে ধামাচাপা দেয়ার জন্য তাকে দিয়ে থানায় জিডি করাইয়াছেন মর্মে অভিযোগ তুলে ২৮ নভেম্বর মঙ্গলবার সকালে নান্দাইল চÐীপাশা এলাকার তার বাসভবনে সংবাদ সম্মেলন করে। একই ঘটনায় (১ ডিসেম্বর) শুক্রবার দুপুরে বর্তমান চেয়ারম্যান শেরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার উপরে যৌন-হয়রানির ঘটনাটি তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার জন্য সাজানো ঘটনা সৃষ্টি করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভ‚ঁইয়া, ৪ নং চÐীপাশা ইউপি. চেয়ারম্যান মো. এমদাদুল হক ভ‚ঁইয়াসহ শেরপুর ইউনিয়ন সদস্য-সদস্যাসহ সংবাদ সম্মেলনে নান্দাইল ও ময়মনসিংহ শহরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।