প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জুলি (রাই লক্ষী) একজন সফল অভিনেত্রী। তবে এই অবস্থানে আসা তার জন্য খুব সহজ হয়নি। এখন জুলি রাজনীতিক অশ্বিনী আস্থানার (পঙ্কজ ত্রিপাঠী) পরলোকগত স্ত্রী সুমিত্রা দেবীর জীবনী চলচ্চিত্রে কাজ করছে। এই সময় সে মিডিয়ার সামনে প্রকাশ চলচ্চিত্রে সাফল্য পেতে তাকে যে অন্ধকার পথ অতিক্রম করতে হয়েছে। এতে বেশ কিছু প্রভাবশালী নির্মাতা তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পেশাগত দুর্দিন নেমে আসে তার জীবনে। এই সময় একবার শপিং করতে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। এসিপি দেব দত্তের (আদিত্য শিবদাসানি) ওপর পড়ে সেই ঘটনার তদন্তের ভার। দেব দত্ত জুলির অভিভাবক অ্যানির (রতি অগ্নিহোত্রী) সঙ্গে যোগাযোগ করে। তার কাছ থেকেই দেব জানতে পারে জুলির জীবনের কথা। সে তার পেশাগত জীবনে একমাত্র ভাল মানুষ হিসেবে পেয়েছে মোহিতকে (নিশিকান্ত কামাট)। আর মন্দ মানুষ অনেক- বেনিফিট রাও, রবি কুমার, আতিফ লালা প্রমুখ।
বলিউড শীর্ষ পাঁচ
১ তুমহারি সুলু
২ আকসার টু
৩ কারিব কারিব সিঙ্গল
৪ শাদি মে জরুর আনা
৫ জুলি টু
হলিউড শীর্ষ পাঁচ
১ কোকো
২ জাস্টিস লিগ
৩ ওয়ান্ডার
৪ থর : র্যাগনারক
৫ মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।