Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোকো

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যৌথভাবে লি আঙ্করিচ এবং এড্রিয়ান মোলিনা পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার ফিল্ম ‘কোকো’। আঙ্করিচ ‘টয় স্টোরি টু’, ‘মনস্টার্স, ইনকর্পোরেটেড’, ‘টয় স্টোরি থ্রি’ এবং ‘ফাইন্ডিং নিমো’ চলচ্চিত্রগুলো যৌথভাবে পরিচালনা করেছেন।
১২ বছর বয়সী মিগেল রিবেরা (ভয়েস : অ্যান্থনি গনজালেজ) মেক্সিকোর একটি গ্রামে বাস করে। জুতা তৈরি তাদের পারিবারিক পেশা। কয়েক পুরুষ ধরে তারা এই কাজটিই করে আসছে। তবে তাদের এক পূর্বপুরুষ একসময় বিনোদন পেশায় কাজ করার জন্য পরিবার ছেড়ে চলে গিয়েছিল। মিগেলেরও পারিবারিক পেশা গ্রহণের কোনও ইচ্ছা নেই। সে চায় অভিনেতা বা গায়ক হতে। তার আদর্শ এর্নেস্তো দে লা ক্রুস (ভয়েস : বেঞ্জামিন ব্র্যাট) । ট্যালেন্ট শোতে অংশ নেবার জন্য সে গিটার সংগ্রহের চেষ্টা করে। এর মধ্যে সে এর্নেস্তোর সঙ্গে একটি সূত্র খুঁজে পায় আর তার পরই সে দুর্ঘটনাক্রমে কুকুর দান্তের সঙ্গে মৃতদের জগতে এসে পড়ে। সেখানে তার পূর্বপুরুষদের সঙ্গে তার দেখা হয়। সেখানে সে পারিবারিক কিছু গোপন কথা জানতে পারে। মরিয়া হয়ে সে জীবিতদের দুনিয়ায় ফিরতে চায়, তবে সে জানে এই ফেরা খুব সহজ হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ