Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ বছরে ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা সিনেমা হল পঞ্চাশ পূর্ণ করতে যাচ্ছে শুক্রবার। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর পুরান ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ উদ্দিন হলটি চালু করেন। বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন তারই ছেলে ইফতেখার উদ্দিন নওশাদ। মতিঝিল শাপলা চত্বর থেকে ৩০০ মিটার দক্ষিণে হাতের বামে মধুমিতা সিনেমা হল। উদ্বোধন করেছিলেন তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের ¯িপকার বিচারপতি আবদুল জব্বার খান। মধুমিতা নামকরণের জন্য জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বিজয়ীকে পাঁচশ টাকা ও ফ্রি টিকেট দেওয়া হয়। সিনেমা হলটিতে রয়েছে ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম। সাধারণত প্রতিদিন ৪টি শো অনুষ্ঠিত হয়। বর্তমানে মধুমিতায় অগ্রিম টিকেট বুকিং দেওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রণ, বাথরুম সুবিধা, পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এখনো হলটি ঢাকাই সিনেমা দর্শকের অন্যতম পছন্দের গন্তব্য। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, আমাদের ইচ্ছে আছে হলটিকে ভেঙ্গে সিনেপ্লেক্স করার। আমরা শুধু ভালোবাসার জায়গা থেকে হলটি টিকিয়ে রেখেছি। বছরে ২-১টা ভালো সিনেমা দিয়ে এ ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। আমি শুধু আর ২-৩ বছর দেখব। এর মধ্যে ভালো কিছু না হলে সিনেমা হলটি বন্ধ করে দিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ