প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিজয়ের মাসের প্রথম দিন আসছে ব্যান্ড অবসকিওরের ১২তম অ্যালবাম। অ্যালবামের নাম রাখা হয়েছে, স্টপ জেনোসাইড। তবে সিডি আকারে নয়, অ্যালবামটি প্রকাশ হবে শুধু অনলাইনে। এটি অবমুক্ত হবে ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এছাড়াও ¯পটিফাই, আইটিউনস, সাভন ও গুগল প্লে স্টোরসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি পাওয়া যাবে। এবার কোনও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থাকছে না অ্যালবামটিতে। অবসকিওরের প্রধান ও গায়ক সাইদ হাসান টিপু বলেন, স্টপ জেনোসাইড গানটি রোহিঙ্গাসহ পৃথিবীর সব গণহত্যার বিরুদ্ধে অবসকিওরের প্রতিবাদ। যথারীতি এতে অবসকিওরের নিজস্ব ঘরানার মেলোডি গানের সম্ভারও থাকছে। আর এবারও কলকাতার কবি অমিত গোস্বামী, বাংলাদেশের তানজিল ও মোস্তফা মাহমুদের রচনায় রয়েছে গান। অ্যালবাম প্রকাশের বিষয়ে টিপু বলেন, অবসকিওর প্রতি বছর একটি অ্যালবাম উপহার দেবে বলে শ্রোতাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ বছর স্টপ জেনোসাইড সেই প্রতিশ্রুতি রক্ষার একটি দলিল। অ্যালবামে গান রয়েছে আটটি। এগুলো হলো- হয়তো তোমায়, স্টপ জোনোসাইড, সুচিত্রা সেন, জানি কি জানো না, তুমি ঠিক চলে এসো, বড় একাকী, কৃষ্ণকলি ও আলতাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।