প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
তৌকীর আহমদে পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্র আজ দেশের প্রায় ১০০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ৮ ডিসেম্বর মুক্তি পাবে আরো ১৬ টি দেশে। ইতিমধ্যে ই প্রকাশিত হয়েছে হালদা সিনেমা ট্রেইলার এবং ২ টি গান। যা টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে দর্শকদের অনেক প্রশংসা অর্জন করেছে। সিনেমাটির নায়িকা নুসরাত ইমরোজ তিশা বলেন, আমি অনেক নাটক সিনেমাতে অভিনয় করলেও হালদায় অভিনীত চরিত্র একেবারেই নতুন এবং ভিন্ন। যা দর্শক আগে কখনো দেখেনি। তিনি বলেন, একেবারেই ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবেন জাহিদ হাসান ও মোশারফ করিমকেও। তৌকীর আহমেদ দর্শকদের উদ্দেশে বলেন, হালদা দেখতে সিনেমা হলে আসুন, যদি সিনেমা দেখে ভালো লাগে অনন্তত একজনকে বলুন। তিনি বলেন, হালদা বাংলাদেশের একটি নদী। আমরা হালদা সিনেমা নির্মান করেছি বাংলাদেশের মানুষের জন্য, একটি বাংলাদেশের নদী ও নারীর গল্প নিয়ে। আশা করি, দর্শকের ভালো লাগবে। হালদা সিনেমাতে অভিনয় করেছেন জাহিদ হাসান,মোশারফ করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী, দিলারা জামান,মোমেনা চৌধুরী প্রমুখ। আজাদ বুলবুল এর গল্পে হালদার চিত্রনাট্য লিখেছেন তৌকীর আহমেদ নিজেই। হালদার সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।