Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল ও শার্শায় আটক বিএনপির ১২ নেতাকর্মী

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল ও শার্শার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গতকাল ভোরে ১২ জন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নাশকতা পরিকল্পনার অভিযোগে বেনাপোল বন্দর এলাকা থেকে ৪ জন ও শার্শা এলাকা থেকে ৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, বিএনপি নেতা ও বেনাপোল পৌর সভার কাউন্সিলর আ: আহাদ,যশোর জেলা ছাত্রদলের অর্থ সম্পাদক সুমন, বিএনপি নেতা ইউপি সদস্য আলমগীর হোসেন, শার্শার ইউপি সদস্য মশিয়ার রহমান,ডা: ফারুক হোসেন, তাইজেল হোসেন,তবিবর রহমান, আশরাফুল হোসেন, রফিকুল ইসলাম ও আবুল হোসেন। আটক নেতা কর্মীদের গতকাল দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। শার্শা থানার ওসি মশিউর রহমান জানান, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে শার্শা ও বেনাপোল পোর্ট থানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ