Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাগারে আটক বিদেশি বন্দীদের রেডক্রিসেন্টের উপহার

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : ওরা বন্দী। মামলায় কেউ সাজাপ্রাপ্ত হয়ে আবার কেউ বিচারাধীন রয়েছেন। দেশী বন্দীদের খোঁজ খবর নেবার জন্য রয়েছে তাদের স্বজনরা। কিন্তু ভিনদেশী বন্দীদের খোঁজ খবর নেবার কেউ নেই। এসব বন্দীদের পাশে রয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। অন্যান্য মানবিক কার্যক্রমের পাশপাশি পরিবারের বিচ্ছিন্ন সদস্যদের সন্ধান ও সংবাদ সংগ্রহ করে তাদের মধ্যে যোগাযোগ পূন:স্থাপনের মাধ্যমে মানবিক দু:শ্চিন্তা লাঘব করার কার্যক্রম রয়েছে ‘‘আরএফএল’’। কারাগারে আটক বিদেশীদের খোঁজ খবর নেয়া। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ পূন:স্থাপন। দেশী স্বজনরা কারাগারে আটককৃতদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিলেও বিদেশী বন্দীদের সে সুযোগ নেই। এমন চিন্তা থেকে রেডক্রিসেন্ট সোসাইটি বছরের বিভিন্ন সময়ে কারাগারে আটক বন্দীদের মাঝে শাট, ট্রাউজার, সোয়েটার, স্যান্ডেল, গেঞ্জী, সাবান, ব্রাস, টুথ পাউডার, খেলার জন্য লুডুসহ বিভিন্ন সামগ্রী প্রদান করে আসছে। এই কর্মসুচির আওতায় গতকাল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক বিদেশী বন্দীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরন করে। এসময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, ডেপুটি জেলার শেখ মো: রাসেল, রেডক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার বাকী বিল্লাহ, যুব সদস্য শিমুল, আহাদ গালিব। এসময় বিদেশী বন্দীদের খোঁজ খবর নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ