Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় ইয়াবাসহ আটক ২

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : র‌্যাব-৭ কর্মকর্তা অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকা থেকে চট্টগ্রামবাহী লবন বোঝাই ট্রাক নং- ঢাকামেট্টো-ট-১৬-৯৮৬৭ তল্লাশী চালিয়ে ৩৬ হাজার ৪শ পিস ইয়াবা সহ দুই জনকে গ্রেফতার করেছে। গত বুধবার রাত ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) অমল চন্দ্র দে উক্ত লবন বোঝায় ট্রাককে শান্তিরহাট এলাকায় আটকানোর পর সেখানে তল্লাশি চালিয়ে একটি সাউন্ডবক্স থেকে উক্ত ইয়াবার সন্ধান পায়। এ সময় চালক রমজান আলী পিতা- সাহেদ আলী, কুমারপুর, শেরপুর ও মোহাম্মদ নিজামুর রহমান পিতা- রফিকুল ইসলাম, গ্রাম- হারুপুর, উপজেলা- গোবিন্দপুর, জেলা- রাজশাহী কে গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি অমল চন্দ্র দে, বাদী হয়ে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা বলে পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ