Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সমৃদ্ধ দেশ গড়তে নিয়মিত কর দিতে হবে চসিক মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের উন্নয়নের স্বার্থে নিজ উদ্যোগেই সবাইকে আয়কর প্রদানের আহŸান জানিয়ে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিয়মিত কর প্রদানের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। গতকাল (বৃহস্পতিবার) আয়কর দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। চট্টগ্রাম আয়কর বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। পরে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এসময় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, কর অঞ্চল-১ কমিশনার মাহবুব হোসেন, কর অঞ্চল-২ কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর অঞ্চল-৩ কমিশনার মোঃ মোতাহের হোসেন, কর আপীল অঞ্চলের কমিশনার নাজমুল করিম, কর অঞ্চল-৪ কমিশনার আহাম্মদ উল্যাহ, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মাহফুজুল হক মণিসহ আয়কর আইনজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়া আয়কর বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা র‌্যালিতে অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ