বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বি এম হান্নান, চাঁদপুর থেকে : ধর্মীয় উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে চাঁদপুরে তাবলীগ জামাতের ইজতিমার প্রথম দিন। গতকাল বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মাধ্যদিয়ে শুরু হয় তাবলীগ জামাতের ইজতিমা। প্রায় দু’ লক্ষাধিক মুসল্লির ‘আল্লাহ’ ধ্বনিতে মুখর হয় চাঁদপুর মেঘনা নদীরপাড়। এ অঞ্চলের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় বাদ জোহর। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা ছাড়াও শহরেরসহ আশপাশ উপজেলার হাজার হাজার মুসলমান এ জামাতে শরীক হন। দিনভর মুসলমানরা স্বাচ্ছন্দে তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন। মশগুল ছিলেন এবাদত বন্দেগীতে। বিদেশী মুসল্লিদের সঙ্গে একই কাতারে শরীক হয়ে নামাজ আদায় করার মাধ্যমে বেশি সাওয়াব হাসিলের উদ্দেশ্যে সকলের মধ্যে দেখা গেছে ব্যাকুলতা। আজ জুমার জামাতে ইমামতি করবেন ঢাকার কাকরাইল মসজিদের খতীব হাফেজ মাওলানা যুবায়ের।
বিশ্ব ইজতিমার তত্ত¡াবধানে এ প্রথমবারের মতো চাঁদপুরে জেলা পর্যায়ে তাবলীগ জামাতের এ ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। শহরের পুরাণবাজার জাফরাবাদ মেঘনা নদীরপাড়ে তিনদিনব্যাপি অনুষ্ঠিত ইজতিমা শেষ হবে ২ ডিসেম্বর শনিবার আখিরি মোনাজাতের মধ্যদিয়ে। প্রথমদিনেই ২ লক্ষাধিক মুসল্লির সমাগম হয়েছে।
আমন্ত্রিত বিদেশী অতিথিদের থাকার জন্যে আলাদা প্যান্ডেল রয়েছে। এছাড়া মুসল্লিদের গোসল, ওযুর ব্যবস্থা এবং ৮শ’ টয়লেট নির্মাণ করা হয়েছে। টঙ্গী ইজতিমা মাঠের ন্যায় এ মাঠেও ৮টি উপজেলার ৮৯টি ইউনিয়ন থেকে আগত মুসল্লিদের জন্যে আলাদাভাবে থাকার ব্যবস্থা রয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহসহ মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।