Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে বিরল রোগে আক্রান্ত আনমোল খসে পড়ছে শরীরের চামড়া

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নজির হোসেন নজু, সৈয়দপুর (নীলফামারী) থেকে : নীলফামারীর সৈয়দপুরের পুরাতন বাবুপাড়া এলাকার মুদি দোকানির মেয়ে আনমোল বিরল রোগে আক্রান্ত হয়েছে। জন্মের পর থেকেই ওই রোগে আক্রান্ত হয়ে শরীরের যন্ত্রনা সহ্য করে বেঁচে আছে। শহরের পুরাতন বাবুপাড়া এলাকায় ছোট্ট মুদি দোকানি মোঃ খলিদ (ছোটকু) ও ফারদিবা বানীর কোলে জন্ম নেয়া আনমোলের বয়স ১৩ বছর।
জন্মের পর থেকে শরীরের চামড়া শুকিয়ে খসে পড়তে থাকে। গরীব অসহায় বাবা চিকিৎসার কোন ক্রটি করেনি। অনেক ডাক্তার দেখিয়েও কোন লাভ হয়নি। ঢাকার চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা করানো হয়। ডাক্তার বলেন, বাংলাদেশে এই রোগের চিকিৎসা নেই তবে বিদেশে চিকিৎসা করা হলে সে ভালো হতে পারে। বিদেশে চিকিৎসা করানোর সামর্থ্য নেই ছোটকুর। মহল্লায় ভাড়ায় ছোট মুদি দোকান করেই কোন রকম সংসার চলে। চোখের সামনে সন্তানের এমন যন্ত্রনা সহ্য করতে পারেন না এই অসহায় দম্পত্তি। আনমোল চলাফেরা করতে না পারলেও স্পষ্টভাবে কথা বলতে পারে। বাড়ীতে প্রাইভেট মাষ্টারের কাছে লেখাপড়া করছে। বর্তমানে সে ৩য় শ্রেণিতে পড়ছে। লেখাপড়ায়ও সে অনেক ভাল। মেধাবী হওয়া সত্তে¡ও শারীরিক অক্ষমতার কারণে আনমোলের ভবিষ্যৎ নিয়ে বাবা মা দুঃচিন্তায় রয়েছে। ২ বছর ধরে প্রতিবন্ধির ভাতা পেলেও প্রতিদিনের তার পুষ্টিকর খাদ্য ও চিকিৎসা জনিত খরচ মিটাতে হিমশিম খাচ্ছে তার বাবা। তিনি জানান, মেয়ের এই বিরল রোগের চিকিৎসার ব্যয় আমার সামর্থ্যরে বাইরে কিন্তু আশা ছাড়েনি। সাধ্যমত আমার একমাত্র সন্তানের চিকিৎসা চালিয়ে যাব। আমার বিশ্বাস আনমোলের এই বিরল রোগ থেকে আল্লাহ মুক্তি দেবেন। তিনি মেয়ের জন্য সকলের কাছে দোয়া ও আর্থিক সহায়তা চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ