বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব প্রকাশের পর-
খুলনা শিপইয়ার্ডের অনেক দিনের ¯¦প্ন যুদ্ধ জাহাজ নির্মাণ। আর তা ইতোমধ্যেই বাস্তব রূপ লাভ করেছে। যা খুলনা শিপইয়ার্ডের জন্য নতুন আলোর পথ দেখাচ্ছে। যা দেশের জন্য গর্ব। খুলনা শিপইয়ার্ডে ইতোমধ্যে ৫টি পেট্রোল ক্রাফটের পরে দুটি লার্জ পেট্রোল ক্রাফট নির্মিত হয়েছে। এ ছাড়াও সাবমেরিন টাগও নির্মিত হয়েছে এখানে। আরো বেশ কিছু অত্যাধুনিক নৌযান নির্মণাধীন।
এ ছাড়াও বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ খুলনা শিপইয়ার্ডের উন্নয়নকল্পে সুদ‚রপ্রসারী কার্যক্রম হাতে নিয়েছে। এরই মধ্যে ভবিষ্যতে বড় বাণিজ্যিক ও যুদ্ধ জাহাজ নির্মাণের জন্য উপযুত্তæ কিছু জায়গা অধিগ্রহণ চ‚ড়ান্ত পর্যায়ে আছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে অদ‚র ভবিষ্যতে খুলনা শিপইয়ার্ডের কার্যপরিধি বহুÐনে বাড়বে, সৃষ্টি হবে অনেক কর্মসংস্থান ও দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব হবে।
পাঠক. আমাদের দেশ সোনার দেশ। সবুজের মাঝে সর্বত্র লুকিয়ে আছে রাশি রাশি সোনা। আমাদের মাটি সোনা, আমাদের পানি সোনা এবং আমাদের বাতাসেও আছে সোনা। আমাদের যে জনস¤পদ আছে তাতেও আছে বিরাট স¤া¢বনা। দুঃখের বিষয় হলো এতো কিছুর মাঝেও বিশ¡ মানচিত্রে আমরা এক দরিদ্র জাতি হিসেবে পরিচিত। সদা সর্বত্র লুকিয়ে থাকা সোনাকে আমরা জনস¤পদে পরিনত করতে পারিনি। অনেকবার সুখের স্বপ্ন দেখেও আমরা হারিয়েছি পথ। আমরা আমাদের ভাল মন্দকে বুঝতে পারিনি। পারিনি মুছতে দারিদ্রতার ছাপ। আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি সকলেই দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন বিপন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আর এ কাজ করতে গিয়ে আমাদের অনেকেই প্রমান করেছেন দেশপ্রেম। তা ছাড়াও, আমাদের সশস্ত্র বাহিনীকে যখনই যে কেনো কাজে, দেশে কিংবা দেশের বাইরে নিয়োগ করা হয়েছে সেখানেই অর্জন করেছে দেশের জন্য সুনাম-সুখ্যাতি। আর দেশের মধ্যে তেমনি এক বিরল দৃষ্টান্ত খুলনা শিপইয়ার্ড।
খুলনা শিপইয়ার্ডের এই সফলতার ম‚ল কারণ নৌ বাহিনীর সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা, যার মাধ্যমে উৎপাদন ম‚ল্য হ্রাস, মান স¤পন্ন উৎপাদন ও সময়মত সরবরাহ ইত্যাদি করে সম§ানিত ত্রেæতাগনের আস্থা অর্জন। এছাড়াও, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বেতন ভাতাদি সময়মত প্রদান করে তাদের সন্তুষ্টি ও অতিরিত্তæ বোনাস প্রদান করে মনোবল বৃদ্ধি।
খুলনা শিপইয়ার্ডের এ সফলতা সমগ্র জাতির সামনে আজ এক সম্ভাবনা। পঞ্চাশ-ষাট দশকে যে সমস্ত কল-কারখানা এ অঞ্চলের জনগনকে ¯¦প্ন দেখিয়েছিল, তার অধিকাংশই আজ নিভু নিভু। ¯¦প্নভঙ্গ হয়েছে, অনেক ¯¦প্ন পরিনত হয়েছে দুঃ¯¦প্নে । মানুষ হারিয়েছে আপন গন্তব্য, বহু দক্ষ লোক ছেড়েছে দেশ। দেশ হারিয়েছে শিল্পোন্নয়নের ধারা। বিশ¡ দরবারে ক্ষুন্ন হয়েছে আমাদের সম§ান। বেড়েছে দারিদ্রতা। পরবর্তীতে আমাদের মেধাÐলো কাজে লাগানোর ক্ষেত্র হয়েছে শ‚ন্য, দরিদ্র জনগোষ্ঠির অর্থে পড়াশোনা করা অগনিত মেধা চলে গেছে বিশে¡র বিভিন্ন শিল্পন্নোত দেশে এবং অবদান রাখছে ভিনদেশী অর্থনীতিতে। এতো কিছুর মাঝেও খুলনা শিপইয়ার্ড আজ এক সফলতা। সমগ্র জাতির জন্য উজ্জল সম্ভাবনা। সামনে পথ চলার এক দিশারী। ফেলে আসা সম্ভাবনা Ðলো কুড়িয়ে আনার যেন এক উদ্দীপনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।