Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। উপজেলার বরাবো গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর জানান, নোয়াখালীর পূর্ব সোনাদিয়া এলাকার মাওলানা নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে তারাবো পৌরসভার বরাবো এলাকায় আপেল মাহমুদের বাড়িতে স্ত্রী ও পরিবার-পরিজন নিয়ে বসবাস করে করে আসছেন। ওই বাড়িতেই নুর মোহাম্মদ সাইফুল উলুম মাদরাসা প্রতিষ্ঠা করেন। গত কয়েক বছর ধরে তার স্ত্রী ফরিদা সুলতানা স্বপ্না (৩৪) মানসিক রোগে ভুগছেন। বৃহস্পতিবার ভোরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ফরিদা সুলতানা স্বপ্না আত্মহত্যা করে। ফরিদা সুলতানার ভাই রায়হান বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার বোন মানসিক রোগে আক্রান্ত। সে নিজেই মনের অজান্তে আত্মহত্যা করেছে বলে তিনি ধারণা করছেন। এসআই আরো বলেন, লাশের সুরতহাল দেখে বুঝা গেছে, সে নিজেই আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ