রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সরকারি কাজে অবহেলা সহ্য করা হবে না
সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : ইসলামীক ফাউন্ডেশনের গভর্নর প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি বলেছেন, সরকারি উন্নয়ন কাজে অবহেলা ও অনিয়ম সহ্য করা হবে না। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত টেন্ডার নেয়ার মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান। গতকাল সভায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মকান্ড কোচিং সেন্টারের মাধ্যমে যাতে জঙ্গিবাদ ছড়াতে না পারে সে বিষয়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন। সভায় অন্যান্যের মধ্যে পৌরমেয়র মোহাম্মদ জুবায়েরসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।