রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টঙ্গী সংবাদদাতা : বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার টঙ্গী প্রেসক্লাবের সামনে যৌন নিপীড়ন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহান আরা বেগমের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক রীতা বর্ম, লিগ্যাল এইড সম্পাদক ফেরদৌসি জাহান, সাংগঠনিক সম্পাদক নূরজাহান, খুদেজা আক্তার বিজলী, টঙ্গী আইডিয়াল কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম রাজিব, রেজাউল খান, জমিলা বেগম, জরিনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দর্ষণের শিকার নারীকে দায়ী করার মানসিকতা পরিহার করতে হবে, ধর্ষণের শিকার নারীর প্রতি সংবেদনশীল হয়ে পরিবার, রাষ্ট্র, সমাজ ধর্ষণের শিকার নারীর পাশে দাঁড়াতে হবে এবং তার মানসিক শক্তি বৃদ্ধি, চিকিৎসা সহ ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করতে হবে, নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পারিবারিক মূল্যবোধ গড়ে তুলতে হবে, নারী ও কন্যার প্রতি নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে, যৌন নিড়ীপন ও ধর্ষণের বিরুদ্ধে পাড়া-মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।