Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

হারামের টাকা দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) করলেও তা কবুল হবে না - ঢাকা নারিন্দার পীর শাহ্ মোহাম্মদ আহসানুজ্জামান (মুজিআ)

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে : ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের গদিনশীন পীর ছাহেব আলহাজ্ব মওলানা শাহ্ মুহাম্মদ আহসানুজ্জামান (মুজিআ) বলেছেন, হক হালাল, রিজিক ভক্ষন করতে হবে। হারাম থেকে বেঁচে হালাল রোজগার করে জীবন যাপন করতে হবে। হালালের টাকা থেকে সব ভাল কাজে সহযোগিতা করতে হবে। তিনি বলেন একজন ব্যক্তি সাত হাজার কোটি টাকার মালিক তিনি প্রত্যেক বছর ৪শ জন মানুষকে হজ্ব করতে নেন। কিন্তু তার উপার্জনকৃত টাকা হারামের। তাই সে লাখ লাখ মানুষকে হজ্ব করালেও তা আল্লাহর দরবারে কবুল হবেনা। তিনি বলেন, হালালের এক দেড়হাম কিংবা এক টাকা দিয়ে ঈদে মিলাদুন্নবী (দ.) ওলিয়ে কেরামের ওরশ উদযাপন করলেই সেটি আল্লাহর দরবারে কবুল হবে। হারামের টাকা দিয়ে ঈদে মিলাদুন্নবী, ওরশ দান সদকাসহ কোন ভাল কাজ করলে তার কোন ফায়দা হবেনা। তিনি সকলকে হালাল হারাম বুঝে চলার আহব্বান জানান। তিনি গত মঙ্গলবার রাত ১১টায় পূর্ব জাহানপুর কবির মোহাম্মদ সিকদার বাড়ী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে প্রধান অতিথির তকরির করছিলেন। পীরে তরিকত আলহাজ্ব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ্ (মুজিআ) সভাপতিত্বে ও আল্লামা কুতুব উদ্দিন হাসনাবাদীর পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আলহাজ্ব আল্লামা সোলায়মান আনছারী, পীরে তরিকত সৈয়্যদ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল ক্বাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান বরেন্য লেখক ও গভেষক আলহাজ্ব আল্লামা এম এ মান্নান, মুফতি আল্লমা মুহাম্মদ ইব্রাহীম আল ক্বাদেরী, শাহজাদা মুহাম্মদ জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ, শাহাজাদা মুহাম্মদ ছফিউল্লাহ মওলানা, শাহাজাদা মুহাম্মদ ওবায়দুর রহমান পেটান শাহ্, অধ্যক্ষ সৈয়্যদ আহসান হাবীব, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মোসলেহ উদ্দিন আহমদ আল মাদানী, উপাধ্যক্ষ আল্লামা জসীম উদ্দিন আল কাদেরী, সিটি করপোরেশন সুগন্ধা মসজিদের খতিব আলহাজ্ব আল্লামা মহিউদ্দিন আল কাদেরী, আল্লামা জাফর উদ্দিন কামালীসহ প্রমুখ। পরে ছালাতু ছালামী ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ