Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে তবলীগ বিরোধীদের সুন্নি ইজতেমা নিয়ে উত্তেজনা: সংঘর্ষের আশঙ্কা

তাবলীগ সমর্থকদের আল্টিমেটাম

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : তাবলীগের জেলা ইজতেমার পাশাপাশি স্থানে তাবলীগ বিরোধীদের ‘নরসিংদী জেলা সুন্নী ইজতেমা’ নামে নতুন ইজতেমা নিয়ে তাবলীগ জামায়াতের সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তাবলীগ জামায়াতের লোকেরা গত মঙ্গলবার শিবপুরের ইটাখোলায় বিশাল জমায়েত করে স্থানীয় প্রশাসনকে ফেতনা সৃষ্টিকারী কথিত এই ইজতেমা ভেঙ্গে দেয়ার জন্য আল্টিমেটাম দিয়েছে। আগামী ৮ ডিসেম্বরের পূর্বে এই কথিত সুন্নী ইজতেমা ভেঙে না দিলে তবলীগ জামায়াতের লক্ষ লক্ষ লোক এলাকা ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে। তাবলীগ জামায়াতের লোকদের এই ঘোষণার পর থেকে উত্তেজনা আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়তে শুরু করেছে। সুন্নী ইজতেমা নিয়ে তবলীগ সমর্থকক ও তবলীগ বিরোধীদের মধ্যে সৃষ্ট এই দ্ব›দ্ব ও উত্তেজনা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড়। গ্রাম ও শহরের মানুষ এই ইজতেমা নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ