Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাগাজীতে ডাকাত-পুলিশ সংঘর্ষ ২ ডাকাত আটক আহত ১০

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা : সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফর গ্রামে ডাকাত-পুলিশ সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাতরা হলো দাগনভ‚ঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের নুরুল আমিনের পুত্র নুরুল হুদা(৩৫) ও ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ইলিয়াছের পুত্র নজরুল ইসলাম স্বপন(২৮)।
পুলিশ জানায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে বুধবার রাতে পুলিশের টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাতদল। তখন পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। তাদের কাছ থেকে ১ টি এলজি ও ২ রাউন্ড বন্দুকের কার্তুজ ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ২ ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলো, এসআই সেলিম জামান সরকার এএসআই খলিলুর রহমান, এএসআই মোঃ নাছির উদ্দিন, কনস্টেবল আবদুল মান্নান, মোঃ আল মামুন, আবদুর রহিম ও মোহাম্মদ শাহ জাহান। আহত পুলিশের ৮ সদস্যকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সোনাগাজী মডেল থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, আটক দুই ডাকাত সদস্যদের নামে দাগনভ‚ঞা, সেনবাগ ও সোনাগাজী থানায় ৫ টি করে ডাকাতি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশীদ জানান, পুলিশের ওপর হামলার ঘটনা ও অস্ত্র আইনে সোনাগাজী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ