Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় শিশু অপহরণের চেষ্টাকালে আটক ২

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারের আশুলিয়া থেকে বাড়িওয়ালার শিশু পুত্র সাজ্জাদুর রহমান (৪)-কে অপহরণের চেষ্টার ঘটনায় ভাড়াটিয়া দম্পত্তিকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। গতকাল বুধবার আশুলিয়ার চাকলগ্রাম এলাকার আনোয়ার হোসেনের বাড়ি থেকে তার শিশুপুত্রকে অপহরণের চেষ্টার ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়ি এলাকার ফরিদ মোল্লার মেয়ে পিয়া আক্তার (২২) ও তার স্বামী মাগুরা জেলার সালিথা থানাধীন শতখালি গ্রামের খলিলুর রহমানের ছেলে আলী হোসেন(২৭)।
শিশুর পিতা আনোয়ার হোসেন বলেন, দুই মাস আগে আলী হোসেন ও তার স্ত্রী পিয়া তার একটি কক্ষ ভাড়া নেয়। সে সময় স্ত্রী পিয়া নিজেকে মহিলা ডিবি পুলিশ পরিচয় দেন। ঘটনার দুই দিন আগে তারা কক্ষটি ছেড়ে দেয়ার কথা বলেন। বুধবার তাদের চলে যাওয়ার কথা ছিল।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তার শিশু পুত্র সাজ্জাদুর রহমান সাকিব অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। তখন শিশু সাকিবকে খেলনার প্রলোভন দেখিয়ে বাড়ির বাহিরে নিয়ে নয়ারহাট এলাকায় তার পূর্বপরিচিত আনজুয়ারা বেগমের বাসায় শিশুটিকে রেখে পুনরায় বাসায় এসে মালামাল সরানোর চেষ্টা করে। এরই মধ্যে শিশুটিকে কোথাও দেখতে না পেয়ে এলাকায় হৈ চৈ পড়ে যায়। পরে তার খেলার সাথীদের জিজ্ঞাসা করলে তারা জানায় পুলিশ আন্টির (পিয়া আক্তার) সাথে গেছে। পরে পিয়াকে ধরে চাপ দিলে শিশুটিকে অপহরনের চেষ্টার ঘটনা ফাঁস হয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ