Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর হাসপাতালের টেন্ডার দাখিলে ঠিকাদারদের বাধা

| প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর ব্যুরো : যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের সাড়ে ৩কোটি টাকার টেন্ডার দাখিলে ঠিকাদারদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালী এক ঠিকাদার প্রশাসনকে ম্যানেজ করে তার চালাচামুন্ডাদের দিয়ে ঠিকাদারদের টেন্ডার ড্রপিংএ বাধা দিয়েছে। এতে সাধারণ ঠিকাদারদের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘আমরা কিছু বলতে পারবো না’। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, ‘এখানে লাখ লাখ টাকার খেলা চলছে। রাতারাতি সব ম্যানেজ করে টেন্ডার ভাগিয়ে নিয়েছে’, আমরা দেখছি শুনছি-কিছুই বলার নেই’। ওষুধসহ বিভিন্ন সামগ্রী সরবরাহের টেন্ডারে ৩১টি প্রতিষ্ঠান টেন্ডার দাখিলের জন্য ১৫২টি সিডিউল ক্রয় করে। এ ব্যাপারে একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ