Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

শাকিবকে নিয়ে আবার সিনেমা নির্মাণ করছেন এফ আই মানিক!

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শাকিবের আজকের অবস্থানে আসার ক্ষেত্রে গুণী নির্মাতা এফ আই মানিকের অবদান সবচেয়ে বেশি। মুভিলর্ড খ্যাত ডিপজল প্রযোজিত সিনেমা কোটি টাকার কাবিনে শাকিবকে নিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন মানিক। সেই থেকে শাকিবকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই শাকিবকে নিয়ে মানিক বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেন। এমনকি নিজের প্রযোজিত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার সিনেমাটি নির্মাণ করেন। এ সিনেমা নির্মাণ করতে গিয়ে মানিক শাকিবের কাছ থেকে যথেষ্ট ভোগান্তির শিকার হন। শাকিব সিডিউল নিয়ে টালবাহানা করায় সিনেমাটি শেষ করে মুক্তি দিতে পাঁচ বছর লেগে যায়। বিগ বাজেটের এ সিনেমাটি যখন মুক্তি দেয়া হয়, তখন এটি মুখথুবড়ে পড়ে। মানিকও নিঃস্ব হয়ে পড়েন। তারপর থেকে মানিকের দুর্দশার জীবন শুরু হয়। আর সিনেমা বানাতে পারেননি। অবশেষে সেই শাকিবকে নিয়েই মানিক আবার সিনেমা নির্মাণ করছেন। শাকিবকে তিনি পুত্রের মতো ভাবেন। তাই শাকিব তার বিরাট ক্ষতি করলেও তার কোনো অভিযোগ নেই। মানিক বলেন, শাকিব আমার হাতে গড়া শিল্পী। সে অনেক বড় স্টার। তাছাড়া শাকিব আমার সন্তানের মতো। এখন সে বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও সুনাম অর্জন করছে। আর তার মতো বড় শিল্পীর ব্যস্ততা থাকতেই পারে। আর শাকিবই আমাকে ডেকে নতুন সিনেমা পরিচালনা করতে বলেছে। তিনি জানান, অনেকদিন পর আবারও সিনেমা বানাতে যাচ্ছি। এ সিনেমায় শাকিব ও বুবলী থাকবে। সবকিছু ফাইনাল হয়েছে। এই ইন্ডাস্ট্রিকে আমরা লালন করেছি। এরপর শাকিব একাই অনেক যুদ্ধ করেছে। এখন তার সেই যুদ্ধে আমিও যোগ দিচ্ছি। শাকিব জানান, দুই পৃথিবী সিনেমার পর মানিক ভাইয়ের সঙ্গে আর কাজ করা হয়নি। অনেকদিন পর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি, এটা ভালো লাগার বিষয়। আনন্দের বিষয় হচ্ছে, মানিক ভাইয়ের মতো গুণী পরিচালক আবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আশা করছি, দারুণ একটি কাজ হবে। নতুন সিনেমাটির নাম ‘কিছু কিছু মানুষের জীবনে’। প্রযোজনা করছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি আকতার, যার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম খান প্রডাকশন। পিংকি জানিয়েছেন, জানুয়ারি মাসে সিনেমাটির কাজ শুরু হবে। এখন থেকে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত ছবি নির্মিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ