Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আজ সুবচনের নাটক মহাজনের নাও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাধক, গীতিকবি ও গায়ক শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন উপর ভিত্তি করে লেখা নাটক মহাজনের নাও। কথা ও গানে এতে উঠে এসেছে মরমী আখ্যান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ নাটকটি পরিবেশন করবে সুবচন নাট্য সংসদ। নাটকটি লিখেছেন শাকুর মজিদ ও নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। পালা রীতিতে নাটকটি প্রদর্শিত হয়। শাহ আবদুল করিমের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাহিনী বর্ণন নাট্য-উপস্থাপনাটির মূল বিষয়। যার গল্প মূলত দেহতত্ত¡নির্ভর। বর্ণনা ও সংলাপগুলো ছন্দোবদ্ধ। গানে তিনি নৌকা শব্দটি অনেকবার ব্যবহার করেছিলেন। নাটকে সেই প্রতীকী নৌকার পরিচয় তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করছেন আহাম্মদ গিয়াস, আসাদুল ইসলাম, আমিরুল ইসলাম বাবুল, আনসার আলী, সোনিয়া হাসান সুবর্ণা, ইমরান হোসেন, ইমতিয়াজ, সোহেল, রাসেল, তানভীর প্রমুখ। উল্লেখ্য, ২০১০ সালে মহাজনের নাও মঞ্চে আসে। এরই মধ্যে ত্রিপুরার বেলুনিয়া, আগরতলা ও কমলপুরে ৩টি প্রদর্শনী, আসাম বিশ্ববিদ্যালয় ও শিলচর প্লে-গ্রাউন্ডে ২টি, জলপাইগুড়ির কোচবিহারে ১টি, কলকাতার বারসাত, একাডেমি অব ফাইন আর্টস ও রবীন্দ্র সদন মঞ্চে ৩টি, দক্ষিণ কোরিয়ার কেউচং-এ ২টি এবং লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে ২টি প্রদর্শনী হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ