প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার পাঁচটি ফিল্ম মুক্তি পাবার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনটি ফিল্ম মুক্তি পেয়েছে। এর মধ্যে কোনটিই হলে দর্শক টানতে পারেনি, যা কিছুটা পেরেছে ‘জুলি টু’, তাও এর আয় সন্তোষজনক নয়।
ড্রামা ফিল্ম ‘জুলি টু’ পরিচালনা করেছেন দীপক শিবদাসানি। এতে অভিনয় করেছেন রাই ল²ী, রবি কিষণ, অনন্ত যোগ এবং আদিত্য শ্রীবাস্তব। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাইয়ের এটি বলিউড অভিষেক। তাকে নিয়ে বেশ আলোচনা হলেও তা কাজে আসেনি। সপ্তাহান্ত পর্যন্ত ফিল্মটি আয় করেছে ১.৬ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছেন ২৫ লক্ষ রুপি। এটি নিশ্চিত ফ্লপ।
জলবায়ু পরিবর্তন নিয়ে গত শুক্রবারে আরেক উল্লেখযোগ্য ফিল্ম ‘কাড়বি হাওয়া’। নীলা মাধব পান্ড’র এতে পরিচালনায় অভিনয় করেছেন একতা সাভন্ত, ভুপেশ সিং, সঞ্জয় মিশ্র, তিলোত্তমা শোম এবং রণবীর শোরে। বুন্দেলখন্ডের খরাপ্রবণ এলাকার সমস্যা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গড় প্রশংসা পেলেও দর্শক আকর্ষণ করতে পারেনি। চলচ্চিত্রটি শেষ খবর পাওয়া পর্যন্ত কোটি রুপির কম আয় করেছে।
মুক্তিপ্রাপ্ত আরেক ফিল্ম ‘আজ্জি’র আয় অনুল্লেখযোগ্য।
‘তুমহারি সুলু’ এবং ‘আকসার টু’ ফিল্ম দুটির সর্বশেষ আয় যথাক্রমে ২৭ কোটি রুপি এবং আড়াই কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।