Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বদলির পরও পুরাতন কর্মস্থল ছাড়ছেন না সিআইডির এক এসআই

| প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বদলি আদেশের ১৬ দিন পার হলেও চট্টগ্রাম রেঞ্জ ছেড়ে নতুন কর্মস্থল সিলেট রেঞ্জে যোগ দিচ্ছেন না এস আই জাহাঙ্গীর আলম (নিরস্ত্র) (বিপি নং-৭৪৯২০৪৫০৪৫)। গত ২ নভেম্বর পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করা হয়। ১২ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেয়ার নির্দেশনা দেয়া হলেও তা তিনি মানছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, চট্টগ্রামে থেকে যাওয়ার জন্য নানা তদবিরও চালিয়ে যাচ্ছেন তিনি। বদলি আদেশে ১২ নভেম্বরের মধ্যে বদলিকৃত রেঞ্জে যোগদান না করলে তা ষ্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে মর্মে উল্লেখ থাকলেও এ আদেশের কোন তোয়াক্কা করছেনা এস আই জাহাঙ্গীর। সিআইডি চট্টগ্রামের বিশেষ সুপার জানান, আদেশ না মানলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে কোন বক্তব্য দিতে রাজি হননি এস আই জাহাঙ্গীর আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ