Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএসসির ফরম পূরণ বাড়তি ফি নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে বাড়তি ফি আদায় কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ‘র বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক,শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক জালাল উদ্দিন খান এ রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জহির উদ্দিন লিমন।
পরে ওই আইনজীবী বলেন, নির্ধারিত ফি ১৫৫০ টাকার বেশি নয়। কিন্তু ওই স্কুলে নোটিশ টানিয়ে বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য ফি ২ হাজার ৫৫০ এবং বিজ্ঞান বিভাগের জন্য ফি ২ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করে দেয়। এর বিরুদ্ধে রিট করেন। এই রিটের শুনানির জন্য আদালতে গেলে আদালত বলেন, এসএসসিতে বাড়তি ফি আদায় নিয়ে ২০১৪ সালের একটি আদেশ রয়েছে। পরে আদালত অন্তর্বতীকালীন আদেশ দিয়ে স্বতঃপ্রণোদিত ভাবে এ রুল জারি করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১০ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় আট গুণ বাড়তি ফি আদায় শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরবর্তীতে রাজধানীর বিভিন্ন স্কুল বাড়তি ফি ফেরত দিয়েছিলেন। যারা দেননি তাদেরকে তলবও করেছিলেন হাইকোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইকোর্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ