প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানির বিষয়টি প্রকাশ হবার পর বলিউডেও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ওয়াইনস্টিনের পর হলিউডের অভিনেত্রী এবং নারী কুশলীরা কেভিন স্পেসিসহ আরও কয়েকজন এমন যৌন নিপীড়কের নাম প্রকাশ করার পর মুম্বাই চলচ্চিত্র জগতের নারীরাও এই বিষয়ে মুখ খুলতে শুরু করেছে।
তবে বলাই বাহুল্য বলিউডে অবস্থার কোনও পরিবর্তন হয়নি। চলচ্চিত্রে সুযোগ পেতে হলে অভিনেত্রীদের নির্মাতাদের যৌন সুবিধা দিতে হয়, যাকে বলা সাধারণভাবে বলা হয় কাস্টিং কাউচ। একসময় অভিনেত্রী মমতা কুলকার্নি রাজকুমার সন্তোষির বিরুদ্ধে এমন অভিযোগ এনে বিরূপ অবস্থায় পড়েছিলেন। ‘চায়না গেইট’ ফিল্মে পোস্টার থেকেই তাকে বাদ দিয়ে দেয়া হয়, তার জায়গায় স্থান দেয়া হয় ‘ছাম্মা ছাম্মা’ আইটেম দৃশ্যের পারফর্মার উর্মিলা মাতন্ডকারকে। এরপর শক্তি কাপুরের বিরুদ্ধেও এক নতুন অভিনেত্রী কাস্টিং কাউচের অভিযোগ এনেছিলেন। বেশ কয়েকজন অভিনেত্রী স্বীকার করেছেন এখানেও এমন ঘটনা ঘটে থাকে তবে তারা কারও নাম উল্লেখ করার সাহস পায়নি।
অভিনেত্রী সানি লিওন পক্ষান্তরে একটু অন্য রকম মন্তব্য করেছেন। তিনি প্রকাশ করেছেন তাকে কখনও কাস্টিং কাউচের শিকার হতে হয়নি। তার স্বামী ড্যানিয়েল ওয়েবার সবসময় তার সঙ্গে থাকেন আর তার ক্যারিয়ার ব্যবস্থাপনা করেন বলেও এমন হয়েছে বলে তিনি মনে করেন। তবে এই চলচ্চিত্র জগতে কাস্টিং কাউচের অস্তিত্ব আছে বলে তিনি স্বীকার করেছেন। তিনি জানান শুধু নারীরা নয় পুরুষরাও এর শিকার হয়।
সানিকে শাহরুখ খান অভিনীত ‘রইস’ চলচ্চিত্রের ‘লায়লা’ আইটেম দৃশ্যে দেখা গেছে। সর্বশেষ দেখা গেছে সঞ্জয় দত্ত’র ‘ভূমি’ ফিল্মের আইটেম দৃশ্যে। আরবাজ খানের বিপরীতে তার ‘ইনতেজার’ চলচ্চিত্রটি ২৪ নভেম্বর মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।