Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেনেথ ব্র্যানা এবার ‘ডেথ অন দ্য নাইল’ নির্মাণ করবেন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগাথা ক্রিস্টির রোমাঞ্চকর রহস্য গল্পগুলো আবার নতুন করে পর্দায় এসেছে। ‘মার্ডার অন্য দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ ফিল্মটির ব্যাপক সাফল্যের পর এবার তার ‘ডেথ অন দ্য নাইল’ কাহিনীটি বড় পর্দায় উপস্থাপন করা হবে। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স এই কাহিনী নিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।
‘মার্ডার অন্য দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ ফিল্মটির চিত্রনাট্যকার মাইকেল গ্রিন এই ফিল্মটির চিত্রনাট্য লিখবেন। পাঁচবার অস্কার মনোনয়ন লাভকারী কেনেথ ব্র্যানা চলচ্চিত্রটি পরিচালনা করবেন আর বিশ্বখ্যাত বেলজীয় গোয়েন্দা এরকুল পোয়ারো’র ভূমিকায়ও তিনি আবার অভিনয় করবেন।
‘মার্ডার অন্য দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ ফিল্মটি এরই মধ্যে শত মিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
ক্রিস্টির ‘মার্ডার অন্য দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ প্রকাশের তিন বছর পর ১৯৩৭ সালে ‘ডেথ অন দ্য নাইল’ প্রকাশিত হয়। এর কাহিনী এক ত্রিভুজ প্রেম নিয়ে যার কারণে এক হত্যা রহস্যের সৃষ্টি হয়। ক্রিস্টির উপন্যাসের ২০০ কোটি কপি বিক্রি হয়েছে।
‘ডেথ অন দ্য নাইল’ নিয়ে নির্মিত ফিল্ম সর্বশেষ ১৯৭৮ সালে মুক্তি পায়। এতে পোয়ারোর ভূমিকায় অভিনয় করেন পিটার উস্টিনভ। অন্যান্য ভূমিকায় ছিলেন বেটি ডেভিস, মিয়া ফ্যারো, ম্যাগি স্মিথ এবং জর্জ কেনেডি।
এই বছরের ‘মার্ডার অন্য দি ওরিয়েন্ট এক্সপ্রেস’ ফিল্মে অভিনয় করেছেন পেনিলোপি ক্রুজ, উইলেম ড্যাফো এবং জনি ডেপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ