Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়ক নয় পরিচালক হতে পারেন মান্নাপুত্র সিয়াম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মহানায়ক মরহুম মান্নার ছেলে সিয়াম ইলতেমাস নায়ক হিসেবে আসছেন, এ খবরে চলচ্চিত্রাঙ্গণে ছড়িয়ে পড়েছিল। তবে এ খবর উড়িয়ে দিয়েছেন মান্নার স্ত্রী শেলী কাদের। শেলী বলেন, আমাদের ছেলে এখনো ছোট। ওকে নায়ক বানাবো এ কথা কোথাও বলেনি। তাছাড়া ওর ইচ্ছেও নেই নায়ক হওয়ার। সে সিনেমা নিয়ে পড়াশোনা করছে। সেটা শেষ হতে লাগবে তিন-চার বছর। ওর ইচ্ছে পরিচালনায় আসায়। বর্তমানে সিয়াম আমেরিকার সান্টা মনিকা কলেজে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশনস-এ লেখাপড়া করছেন। মালেক আফসারীর এই ঘর এই সংসার রিমেক হবে মান্নার প্রতিষ্ঠিত কৃতাঞ্জলী কথাচিত্র থেকে। গুঞ্জন উঠে এতে নায়ক হচ্ছেন মান্নাপুত্র সিয়াম। সিয়াম নায়ক হচ্ছেন না, এ কথা জানিয়েছেন মালেক আফসারীও। তিনি বলেন, প্রথমত ও সিনেমা নিয়ে পড়াশোনা করছে। ওর অনেক ইচ্ছে পরিচালনায় আসায়। তবে হয়ত একটা সিনেমায় নায়ক হিসেবে দেখা যেতে পারে। সেটা তার পুরো ক্যারিয়ারে প্রথম ও শেষ হতে পারে। সে কৃতাঞ্জলী কথাচিত্রের অন্য কোনো সিনেমায় নায়ক হতে পারে। তবে সবকিছুই তার নিজের ইচ্ছের উপর নির্ভর করছে। তিনি বলেন, সিয়াম যদি নায়ক হতে রাজি হয়, তাহলে তাকে নিয়ে অ্যাকশন সিনেমা বানানোর ইচ্ছে আমার। তবে সেটা যদি তারা প্রযোজক হিসেবে চায় তাহলে হবে, আর না হলে হবে না। স¤প্রতি কাকরাইলে নায়ক মান্নার প্রতিষ্ঠিত কৃতাঞ্জলি কথাচিত্রের সঙ্গে মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালা পরিবেশনা চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানেই সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় মালেক আফসারী মান্নাপুত্র সিয়ামের নায়ক হওয়ার ব্যাপারটি তোলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ