Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইকিংস গায়কের পরিচালনায় ওয়ারফেইজের মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এক ব্যান্ডের গায়ক অন্য ব্যান্ডে গিয়ে গাওয়ার ঘটনা বিরল নয়। অ্যালবাম উপলক্ষে বা কখনও অন্য ব্যান্ডের প্রয়োজনে এ ঘটনা স্বাভাবিক। তবে এবার ব্যান্ড দল ভাইকিংসের পরিচালনায় ওয়ারফেইজ-এর নতুন একটি গান এসেছে ইউটিউবে। নাম ‘তুমি অন্য গ্রহের মানুষ’। এতে গায়ক হিসেবে আছেন ওয়ারফেইজ ব্যান্ডের সাবেক গায়ক মিজান। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন ভাইকিংস ব্যান্ডের গায়ক তন্ময় তানসেন। গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। গত ২৪ নভেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিশেষ এই ভিডিওটি অবমুক্ত করা হয়েছে। পাহাড়ি এলাকার প্রেমের গল্প নিয়ে ভিডিওটির গল্প এঁকেছেন তন্ময়। যেখানে বেড়াতে যান এক আলোকচিত্রী। এতে যুক্ত হয় কয়েকজন বখাটে। কিছু সিনেম্যাটিক ঢং রেখেছেন ‘পদ্ম পাতার জল’ সিনেমার পরিচালক তন্ময় তানসেন। সঙ্গে উঠে এসেছে পাহাড়ি নৈসর্গিক চিত্র। গানটির ভিডিওতে মিজান আছেন কণ্ঠশিল্পীর ভূমিকায়। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন রিমন সরকার ও শারমীন আঁখি। মিজান বলেন, ‘গানটা ভালো। সুরটা ভালো। পরিচালকটাও মনের মতো হয়েছে। তন্ময়ের সঙ্গে গান নিয়ে আগে আড্ডা হয়েছে। এবারও হলো। তবে এবার ফ্রেম ও দৃশ্য যুক্ত হয়েছিল আড্ডায়। সুন্দর একটি কাজ বলা যেতে পারে এটি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ