Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুনীর চৌধুরী নাট্য পদক পেলেন ইসরাফিল শাহীন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নাট্যদল ‘থিয়েটার’ প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননায় এ বছর নাট্য পদক পেয়েছেন বিশিষ্ট নাট্যজন নির্দেশক, নাট্যশিক্ষক ও অভিনেতা অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। প্রাতিষ্ঠানিক নাট্যচর্চার সাথে বাংলাদেশের গ্রুপভিত্তিক নাট্যচর্চার স্রোতধারা এবং বৃহত্তর সমাজ ও জনগণের সাথে কার্যকর যোগসূত্র গড়ার অন্যতম এই রূপকারকে গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিশেষ অতিথি আইএফআইসি ব্যাংকের প্রধান নির্বাহী শাহ্ আলম সারওয়ার, থিয়েটার সভাপতি ফেরদৌসী মজুমদার ও দেশের পথিকৃৎ নাট্যজন রামেন্দু মজুমদার। অন্যদিকে নাট্যাঙ্গনে তারুণদের উৎসাহ দিতে প্রবর্তিত ‘জাকারিয়া পদক’ পেয়েছেন তরুণ নাট্যকার ও অভিনেত্রী রুমা মোদক।‘মুনীর চৌধুরী নাট্য পদকের’ অর্থমূল্য ৫০ হাজার টাকা ও ‘মোহাম্মদ জাকারিয়া’ পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা। পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইসরাফিল শাহীন বলেন, ‘মুনীর চৌধুরী সম্মাননা আমাকে আপ্লুত করছে। আনন্দ ও কৃতজ্ঞতায় স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীকে। তাঁর আধুনিকতাবোধ ও দেশাত্ববোধক সংস্কৃতির মানসিকতারই অনুপম উত্তরাধিকারী ‘থিয়েটার’ নাট্যদল। আমি অনুভব করছি, যিনি অন্যের চেয়ে বড় তিনিই সম্মান দিতে জানেন। এই সম্মান আমার জন্য অনুপ্রেনার ও গৌরবের। আমি আজীবন নাট্যচর্চায় কাজ করে যেতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ