রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে বিতর্কিতদের নিয়ে আওয়ামী যুবলীগের আহŸায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবলীগ। সম্মেলনে বক্তারা ওই কমিটিকে কাউখালীতে অবাঞ্ছিত ঘোষনা করেছেন। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন তালুকদার। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি অধ্যক্ষ অলোক কর্মকার। আওয়ামীলীগের নীতি আদর্শের সাথে যাদের কোন সম্পর্ক নেই সেইসব লোক দিয়ে কমিটি গঠন করে যুবলীগকে বিতর্কিত করা হচ্ছে। এসব লোক কখনো আওয়ামীলীগের পক্ষে কাজ করেনি উল্লেখ করে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. কাইউম, ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুজ্জামান পল্টন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ড, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রশিদ মিল্টন, ছাত্রলীগের সাবেক সম্পাদক পলাশ সিকদার, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন, কৃষক লীগ, শ্রমিক লীগের সভাপতি সম্পাদক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে পিরোজপুর জেলা আওয়ামী যুব লীগের সম্পাদক গাজী জিয়াউল হাসান বলেন তিনি এ বিষয় কিছুই জানেন না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।