Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় বাস চাপায় মা-মেয়ে নিহত

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৩, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ায় রাস্তা পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহতরা হলো, বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঠেঙ্গামারা আব্দুর রহমান পীর সাহেবের বাড়ীর সামনে মা ও মেয়ে মহাসড়ক পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী একটি সিএনজি স্টেশনে বাস থামিয়ে চালক ও হেলপার কন্ট্রাকটর পালিয়ে যায়। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এ দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ