Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

মহেশখালীতে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যু

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস :কক্সবাজারের মহেশখালী পৌরসভায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত আব্দুর শুক্কুর (২০) নামে একজন হাসপাতালে মারা গেছেন।নিহত আব্দুর শুক্কুর মহেশখালীর পুটিবিলা এলাকার বাসিন্দা।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ খবর নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান আহমদ সিরাজী।
রোববার বিকেলে ভোটগ্রহণ শেষে ঘোনারপাড়া, পুটিবিলা, চরপাড়া ও গোরকঘাটা ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
ওই ঘটনায় ১৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় কক্সবাবাজার মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছিল বলে হাসপাতালের ডাক্তার ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছিলেন।
পরে তাদের মধ্যে মো. মোবারক, মো. তৌকির ও মো. রাসেল নামের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আব্দুর শুক্কুরসহ অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ