Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ৫:২৯ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুর আখ সেন্টার পাড়ায় রেল লাইনের পাশ থেকে শফি উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কোটচাঁদপুর গাবতলাপাড়ার মনিরুদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মঙ্গলবার সকালে আঁখ সেন্টার পাড়ার রেল লাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হত্যা করে রেল লাইনের পাশে ফেলে রাখা হতে পারে অথবা সে ট্রেনে কাটা পড়েও মারা যেতে পারে এমন আশংকা করছে তার পরিবার। পুলিশ দু’টি বিষয়ই মাথায় রেখে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে কোটচাঁদপুরের ওসি জানান। খবর পেয়ে জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনে কাটা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ