Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কসবায় ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১০:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়া কসবার গোপীনাথপুরে ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। এ সময় ডাকাতের হামলায় একজন আহত হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ডাকাতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, ডাকাতরা গোপীনাথপুর চোকীগাছা বট্টগাছের তলায় এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকাবাসী টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের অন্য সদস্য পালিয়ে গেলেও দুইজন ডাকাতকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ