বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : দিনাজপুরের হিলি সীমান্ত চেকপোস্টে এক ভারতীয় নাগরিককে সেদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় ইউনুস মণ্ডল (৪৫) নামে ওই ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ইউনুস মণ্ডল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বালুপাড়া গ্রামের বাসিন্দা। ২০১১ সালে তাকে মাদকসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ইউনুসকে আদালতে সোপর্দ করা হলে আদালত পাঁচ বছর কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরও জানান, কারাভোগ শেষে দিনাজপুর জেলা কারাগার কর্তৃপক্ষ ইউনুসকে হস্তান্তরের জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাঠান। দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্যরেখা দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ কেন্দ্রের ওসি নাসির হোসেনের কাছে তাকে হস্তান্তর করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।