Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : তিন সদস্যের কমিটি ঘোষণার প্রায় ১৩মাস পর ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। ৭৭ সদস্যের ওই কমিটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। রোববার ২৬ নভেম্বর ওই কমিটি অনুমোদনের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই পূর্ণাঙ্গ কমিটি গঠনের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এখনো তিনি পূর্ণাঙ্গ কমিটির কপি হাতে পাননি। পেলে বিস্তারিত জানানো হবে।এর আগে ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র।পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে গত এক বছর ধরেই নানা সমীকরণ চলছিল। এরমধ্যে আবদুল হাই, আইভী ও বাদল তাদের পছন্দের লোকজনদেরা নাম কেন্দ্রে সুপারিশ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ