বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুন্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ অগ্নিকান্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকালে উপজেলার কদমরসুল লালবেগ সাগর উপক‚লে অবস্থিত শিপব্রেকিং মোঃ আব্দুল্লাহর মালিকানাধীন আমদানিকৃত একটি স্ক্র্যাপ জাহাজ ইঞ্জিন রুমের গ্যাস দিয়ে কাটিংয়ে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে। এসময় কর্মরত থাকা চার শ্রমিক অগ্নিদ্বগ্ধ হয়। অগ্নিদ্বগ্ধ শ্রমিকদেরকে ভাটিয়ারী এলাকায় অবস্থিত বাংলাদেশ শিপব্রেকার্স এসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।এদিকে ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশান অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন পাশা জানান, জাহাজের ইঞ্জিন রুম কাটিংয়ের সময় অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি বলে জানিছেন তিনি।
ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ নাছিম উদ্দিন জানান, কদমরসুল সাগর উপকূলে অবস্থিত লালবেগ শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় হালকা দ্বগ্ধ ও জাহাজ থেকে লাফিয়ে পড়ে আহত হওয়ায় চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দ্বগ্ধ শ্রমিকরা হলেন- ময়মনসিংয়ের আইয়ুব আলী ছেলে মোঃ মুহোন (২৬), একই জেলার ফজল আলীর ছেলে মোঃ রনি (২৮), সিরাজুল ইসলামের ছেলে মোঃ মোমিন (২৯) ও শাহেদ আলীর ছেলে মোঃ সাইদুল (২৮)-কে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে সাংবাদিকদরা লালবেগ শিপব্রেকিং ইয়ার্ডের মালিক মোঃ আব্দুল্লাহর মোবাইলে ফোন করলে তিনি মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হাসান শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিকান্ডে শ্রমিক আহতের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।